কেনো এই ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহার করবো?
আমাদের যত বড় মেমোরিই থাকুক না কেনো তাও যেনো মনে হয় সেই মেমোরি বা স্টোরেজ ছোট হয়ে গেছে। তাছাড়া ডাটা বা ফাইল চুরি বা অন্য কেউ শেয়ার করার ভয় তো থাকেই যদি তা কোনো গোপনীয় ফাইল হয় তাহলে। তাই এসব চিন্তা দুর করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে আপনারে এই সব সুবিধা । যাতে আপনার ফাইল ডিলিট বা হ্যাক করতে না পারে । আপনি চাইলে এইসব সাইট ব্যবহার করতে পারেন আপনার নিরাপত্তার জন্য। তাছাড়া যেকোনো সময় ব্যবহার এবং মেমোরি ছাড়াই তা যেকোনো যায়গায় তা দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।নিচে কিছু ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস এর নাম উল্লেখ করা হলোঃ
১. গুগল ড্রাইভঃসবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহারকৃত ফ্রি ক্লাউড স্টোরেজ হলো গুগল ড্রাইভ । এখানে আপনি পাবেন ১৫ জিবি স্টোরেজ ফ্রি ।এই স্টোরেজ আপনি একটি জি-মেইল একাউন্ট খুললেই পেয়ে যাবেন। ব্যবহার করা খুবই সহজ। চাইলে টাকা খরচ করে স্টোরেজ বাড়াতে পারেন।
২. ওয়ানড্রাইভঃ
ওয়ানড্রাইভ হলো মাইক্রোসফট কোম্পানির একটা ফি ক্লাউড স্টোরেজ। যা প্রায় সকল মাইক্রোসফট পন্য ব্যবহারকারী ব্যবহার করে । এটা সকল মাইক্রোসফট মোবাইল এ ডিফল্ড ভাবে দেওয়া থাকে। এটাতে আপনি প্রথমেই ৫ জিবি ফ্রি পাবেন । বন্ধুদের রেফার করে আরও ১০ জিবি পেতে পারেন। চাইলে টাকা খরচ করে স্টোরেজ বাড়াতে পারেন।
৩. ড্রপবক্সঃ
ড্রপবক্স খুবই জনপ্রিয় একটি ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস । এটা আপনাকে প্রথমেই ২ জিবি ব্যবহার করতে দিবে। এই ড্রপবক্স ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস এর মোবাইল ও কম্পউটার এর দুই ভার্সনেরই অ্যাপ রয়েছে। এটাতেও চাইলে টাকা খরচ করে স্টোরেজ বাড়াতে পারেন।
৪. মিডিয়াফায়ারঃ
মিডিয়াফায়ার বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস প্রতিষ্ঠান । এতে প্রথমেই আপনি ১০ জিবি ফ্রি পেয়ে যাবেন । এছাড়া বন্ধুদের রেফার করে আপনি হতে পারেন ৪০ জিবি স্টোরেজ এর মালিক। এতে রয়েছে ৪ জিবি ফাইল পর্যন্ত আপলোড করার মতো সুবিধা ।
অনলাইনে ফাইল রাখার জন্য সেরা ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস কোনটি? পোষ্টটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই রকম আরও পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।
0 comments: