Friday, 28 December 2018

Laptop or Desktop? কোনটা কিনলে ভালো হবে?



ডেস্কটপ নাকি ল্যাপটপ কোনটা নিবেন সেটা নির্ভর করে আপনার কাজের ওপর। ধরুন আপনার বেশির ভাগ সময় বাহিরে থাকতে হয় এবং আপনার কাজও করতে হয়  সেক্ষেত্রে আপনি  ল্যাপটপ নিতে পারেন । আবার যদি আপনি বাসায় কাজ করেন তাহলে সবচেয়ে ভালো হবে ডেস্কটপ । কারণ ডেস্কটপ এ আপনি অনেক স্পিড ‍এ কাজ করতে পারবেন যেটা আপনি কখনও  ল্যাপটম এ পাবেন না । ল্যাপটপ এর সবচেয়ে ভালো সুবিধা হলো এটা যেকোনো যায়গায় ব্যবহার করতে পারবেন যা ডেস্কটপ এ পারবেন না । কারণ এতো বড় বড় যন্ত্র গুলো নিয়ে আপনি যেকোনো জায়গায় যেতে এবং বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবহার করতে পারবেন
না । তাই আপনাকে প্রথমেই নির্বাচন করতে হবে আপনার কাজের ওপর ভেবে । যদি আপনি একই দামে ল্যাপটম এবং ডেস্কটপ এর কাজের তুলনা করেন তাহলে ল্যাপটপ এর থেকে অনেক ভালো এবং দ্রুত কাজ করতে পারবেন ল্যাপটপ থেকে । যদি আপনার টাকার পরিমান কম থাকে এবং ভালো পারফরম্যান্স পেতে চান তাহলে আপনার জন্য ডেস্কটপ কেনা টা সবচেয়ে ভালো হবে।  তাছাড়া যদি আপনি ভাড়ি ভাড়ি অ্যাপলিকেশন ব্যবহার করেন তাহলে দেখা যায় যে কম দামি ল্যাপটম গুলো ভালো পারফরম্যান্স দিতে পারে নাহ । স্লো এবং লোডিং নেয় যার ফলে দ্রুত কাজ করা যায় না এবং সময় বেশি লাগে এবং বিরক্তিও লাগে । যদিও বেশি দামি  ল্যাপটপ এ এই সমস্যা কম দেখায়। কিন্তু অপর দিকে দেখা যায় যে কম দামি ডেস্কটপেও ভালো কাজ করা যায় ভাড়ি ভাড়ি অ্যাপলিকেশন দিয়ে খুবই দ্রুত । যদি আপনি একই দামে একটা ল্যাপটপ এবং একই দামে ডেস্কটপ কিনেন তাহলে দেখবেন যে ল্যাপটপ থেকে  আপনি ডেস্কটপ এ  দুই তিন গুন বেশি স্পিড এবং ভালো পারফরম্যান্স পাবেন ।
তবে যদি আপনি ছোট ছোট সফটওয়্যার (মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, নোট পেড ইত্যাদি)  বহার করেন এবং বাহিরে নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য ভালো হবে ল্যাপটপ।
আর যদি আপনি বড় বড় সফটওয়্যার (এডোবি ফটোশপ, ইলাষ্ট্রেটর, লাইটরুম, ক্যামটাশিয়া স্টুডিও ইত্যাদি ) ব্যবহার করেন তাহলে আপনার জন্য ডেস্কটপ ভালো হবে । কারন এই সব ভাড়ি ভাড়ি সফটওয়্যার গুলো অনেক লোড নেয় যাতে ল্যাপটপ স্লো হয় কিন্তু ডেস্কটপ স্লো কাজ করে না ।

এখন আপনার কাজের উপর নির্ভর করে যেইটা কেনা দরকার সেটাই কিনুন।

0 comments: