Sunday, 6 January 2019

কিভাবে আপনার ফোনের স্টোরেজ বাচাবেন সহজ উপায়



1. অ্যাপ এসডি কার্ডে ইনস্টল করুনঃ

 দেখা যায় আমাদের ফোনের বেশির ভাগ অ্যাপই ডিফল্ড ভাবে ফোনেই ইন্সটল হয় এতে করে ফোনের একটা    বিশাল জায়গা দখল করে নেয় এই সব সফটওয়্যার গুলো । তাই সফটওয়্যার ‍গুলো এসডি কার্ডে ইন্সটল করুন।

2. গুগল ফটোস ব্যবহার করুনঃ 

 আমরা যে ফটো বা ছবি গুলো তুলি তা ডিফল্ড ভাবে ফোনেই সেইভ হয়। এতে করে ফোনের অনেকটা জায়গা দখল হয়ে যায় এই ফটো বা ছবি দ্বারা। তাই গুগল ফটোস বা গুগল ড্রাইভ ব্যবহার করুন এতে আপনার ফোন মেমোরি খালি খাকবে। গুগল ড্রাইভ এ আপনি ১৬ জিবি পর্যন্ত রাখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো রকম টাকা পয়সা বা ফি দিতে হবে না ।

3. লাইট অ্যাপ ব্যবহার করুনঃ

অনেক অ্যাপ আছে যাদের লাইট ভার্সন আছে। এই ভার্সন গুলো খুব কম জায়গা নেয়। যেমন- দেখবেন যে ফেসবুক এর মেইন অ্যাপ প্রায় ৬০০- ৭০০ এমবি দখল করে রাখে আপনার ফোনের সাথে আবার ফেসবুক মেসেনজার তো আছেই, সেখানে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন লাইট এর মতো ছোট অ্যাপ দ্বারা যার সাইজ মাত্র ১ - ২ এমবি । এভাবে আপনি আপনার ফোনের স্টোরেজ ফাকা রাখতে পারেন।


4. ডাটা ক্লিয়ারঃ

 অামাদের মোবাইলে দেখা যায় অনেক অ্যাপ আছে যার ডাটা থেকে যায় যা ফোন মেমোরির জায়গা দখল করে রাখে। এতে করে ফোন তার স্পিড হারায় এবং ফোন স্লো হয়ে যায় । তাই অপ্রয়োজনীয় ডাটা ডিলিট করে ফেলুন।

 


 এই রকম আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন । কমেন্ট করে আপনার মতামত জানান ।

0 comments: