ভিপিএন এর সুবিধা গুলো হলোঃ
ভিপিএন ব্যবহার করে আপনি দেশভিত্তিক ওয়েবসাইট গুলোতে ডুকতে পারবেন। (যেমনঃ ফেসবুক যদি শুধু বাংলাদেশে বন্ধ করা হয় কিন্তু বাকি অন্যান্য দেশ গুলো থেকে যদি ডুকা যায় তাহলে আপনি ঔই সব দেশের আইপি ব্যবহার করে আপনি ফেসবুক এ ডুকতে পারবেন। আপনি যদি কোনো পাবলিক নেটওর্য়াক ব্যবহার করেন তাহলে আপনার তথ্য অন্য একজন দেখতে পারবে যদি সে এ বিষয়ে এক্সপার্ট হয় তাহলে। কিন্তু আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে ভিপিএন আপনাকে নিরাপদ রাখবে এবং অন্য কেউ তা দেখতে পারবে না।
নিজের লোকেশন গোপন রাখতে ভিপিএন ব্যবহার করুনঃ
আপনি দেখে থাকবেন যে বিভিন্ন সাইট আছে যারা আপনার লোকেশন ট্রেস করে, আপনি চাইলে ভিপিএন ব্যবহার করতে পারেন এতে সেইসব সাইট গুলো আর আপনাকে ট্রেস করতে পারবে না।
ভিপিএন কিভাবে ব্যবহার করবেন?
ভিপিএন ব্যবহার করা খুবই সহজ।এই সব সফটওয়্যার এ যাওয়ার পর কানেক্ট নামে একটি বাটন থাকে শুধু তাতে ক্লিক করলেই দেখা যায় যে ভিপিএন একটিব হয়ে যায়। ভিপিএন দুই রকমের একটি ফ্রি ভিপিএন এবং পেইড ভিপিএন। আপনি যদি হঠাৎ হঠাৎ ব্যবহার করেন তাহলে আপনার জন্য ফ্রি ভিপিএনই ভালো হবে । কিন্তু দেখা যায় যে ফ্রি ভিপিএন এর থেকে পেইড ভিপিএ এ বেশি স্পিড পাওয়া যায়।কিছু জনপ্রিয় ভিপিএন সফটওয়্যারঃ
এক্সপ্রেস ভিপিএন, হটসপটশিল্ড, টানেলবিয়ার ইত্যাদি । এই ভিপিএন গুলো খুবই জনপ্রিয় । ভিপিএন লিখে সার্চ দিলেই সবার প্রথমে এই গুলো চলে আসে। এগুলোকে বিশ্বাস করা যায়। এদের অনেক রিভিও রয়েছে ।ভিপিএন কী? এটা কী কাজে ব্যবহার করা হয়? এই পোষ্টটি কেমন লাগলো কমেন্ট করে জানান । আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ।
0 comments: