Saturday, 5 January 2019

What is Domain and Hosting? ডোমেইন এবং হোষ্টিং কি?




ডোমেন কিঃ ডোমেইন হলো ওয়েব সাইট এর নাম । অর্থাৎ প্রতিটি ওয়েব সাইটের একটি নাম থাকে তার সাথে থাকে যেমনঃ .COM,  .NET,  .BD, .info, .org, .biz ইত্যাদি থাকে এগুলো মুলত ডোমেইন নামে পরিচিত । ডোমেইন দ্বারা একটি সাইটের নাম বুঝানো হয়। অনেক কোম্পানি আছে যারা ডোমেইন দিয়ে থাকে খুবই স্বল্প মূল্যে ।


 হোষ্টিং কিঃ হোষ্টিং হোলো ডেটা বা ফাইল রাখার জায়গা । যেমন আপনি আপনার কম্পউটার এ ফাইল রাখার জন্য হার্ডডিস্ক ব্যবহার করেন। তেমনি  অনলাইলের সাইটের জন্য  হোষ্টিং রয়েছে যেখানে অনলাইনের ফাইল আপলোড করা হয় সাইটের জন্য সেই মেমোরি। এটি মূলত একটি সার্ভার । যেখানে মানুষ তার অনলাইনের সকল ফাইল আপলোড করে রাখে যাতে খুব সহজেই তা খুজে পাওয়া যায়। অনেক কোম্পানি আছে যারা হোষ্টিং দিয়ে থাকে খুবই স্বল্প মূল্যে ।

0 comments: